[english_date] | [bangla_day]

শিকলবাহার সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুল মারা গেছেন

চিটাগাং মেইল: শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম বকুল মারা গেছেন (“ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন”)

তিনি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিকলবাহা ইউনিয়ন পরিষদের তিন তিন বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি তার চিকিৎসা সবসময়ই পাশের দেশ ভারতে করতেন।কিন্তু লকডাউনের কারণে অসুস্থতা বোধ করলে ভারতে যেতে পারেন নি। তার দীর্ঘদিন রাজনীতির জীবনে সততা সাথে দ্বায়িত্ব পালন করেন।

তিনি পটিয়া উপজেলা থাকে অবস্থায় তিন তিন বার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

কর্ণফুলী আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, আমার দীর্ঘদিনের রাজনীতির সহযোদ্ধা, মুজিব আর্দশের সৈনিক আজ হারালাম। তিনি সামাজিক ভাবে একজন ভালো মানুষ ছিলেন। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী একজন মানুষ। তার অভাব কখনো পূরণ হবার নয়। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।Info Chittagogng

কর্নফুলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলেন” আমরা কর্ণফুলীবাসী অনেক বড় নেতা হারিয়েছি। যার অভাব কেউ পূরণ করতে পারবে না। তিনি অনেক জনপ্রিয় নেতা ছিলেন। তিনি সততার সাথে তিন তিন বার শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছেন।আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বর্তমান শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ” তিনি চেয়ারম্যান থাকা আবস্থায় আমি মেম্বার ছিলাম। তিনি আমার সহযোদ্ধা ছিলেন। তিনি কর্ণফুলী আওয়ামী লীগের বাতি হিসেবে কাজ করেছেন। তিনি মারা গেছে তা এখনো বিশ্বাস হচ্ছে না।আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়