কুতুবদিয়া প্রতিনিধি: করোনার উপসর্গের খবর পেয়ে আত্নীয়স্বজন কাছে নেই। এক সময়ে শুনতাম অভাব যখন দরজায় এসে দাড়ায় ভালবাসা জানালা দিয়ে পালায়, আর এখন অভাবে ভালবাসা পালায় না, করোনার উপসর্গ কাছে থাকলে ভালবাসার মানুষগুলো পালিয়ে যায়। তেমনি দেখা গেছে কয়েকজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তিদের ক্ষেত্রে।
কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পূর্ব আলি ফকির ডেইল পাড়ার বাসিন্দা আবুল হোসেন (মেম্বার) করোনা উপসর্গ নিয়ে ১৬ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯টায ইন্তেকাল করেন। তাকে ধর্মীয় বিধি- বিধান অনুযায়ী সরকারী স্বাস্থ্য বিধি মেনে করোনা রোগে মৃত ব্যক্তিদের দাফন -কাফনের জন্য সরকারী নির্দেশনার আলোকে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির মাধ্যমে ১৭ জুন বুধবার রাত ৩.৩০ মিনিটে দাফন সম্পন্ন করা করা হয়।
দাফনের কাজটি সরাসরি তত্ত্বাবধান করেন ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলার সুপারভাইজার মুহাম্মদ ইলিয়াছ রেজা ও মডেল কেয়ার টেকার মাও. শামসুল ইসলাম । জানাজায় ইমামতি করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক রজিউল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলার সুপারভাইজার মুহাম্মদ ইলিয়াছ রেজা এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওসি দিদারুল ফেরদৌস বলেন , গতকাল রাতে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যায়। আত্নীয় স্বজন করোনার উপসর্গের খবর পেলে সবাই উধাও। কাউকে কাছে না পেয়ে থানা পুলিশ ইসলামি ফাউন্ডেশনের লোকজনকে নিয়ে দাফন কাপনের ব্যবস্থা করেন। এর আগে করোনা স্যাম্পল সংগ্রহ করেন কুতুবদিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা।