[english_date] | [bangla_day]

বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নাতে রসুল স: প্রতিযোগিতা অনুষ্ঠিত

Bakalia Songskriti Kendra

বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নাতে রসুল স: প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর রোজ শুক্রবার, বিকেল ৩টায় চট্টগ্রাম বাকলিয়া থানাধীন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে রবিউল আউয়াল উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে বাকলিয়া থানাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ১০ম পর্যন্ত সকল শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হয়। এতে ১০০ এর অধিক শিক্ষার্থী আবেদন করেন। প্রতিযোগিতার তারিখ নির্ধারিত হয় ২৬ সেপ্টেম্বর।
পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল বিকেল ৩ টা থেকে প্রতিযোগিতা শুরু হয় এবং সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে।

বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের সভাপতি জসিম উদ্দিন বলেন, প্রিয় নবী মুহাম্মদ স: জন্ম ও উফাতের মাসকে কেন্দ্র করে নবীর প্রতি ভালোবাসা, নবীর জীবন আচরণ অনুসরণ করা ও মেনে চলা, নবীজীর সুভাষ ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করি। পাশাপাশি ইসলামি সংস্কৃতির প্রসার অপসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি আরও জানান প্রতিযোগিতা থেকে বাছাইকৃত শিল্পীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা চালু করবো। প্রতিযোগিতা ও প্রশিক্ষণের এমন আয়োজন চলমান রাখতে বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের পাশে থাকার আহবান জানান।

সংস্কৃতি কেন্দ্রের সচিব আবু বকর তামিম বলেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের এই প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলের মধ্য থেকে প্রতি ক্লাসে ৩ জনকে মোট ৩০ জনকে বিজয়ী করা হবে। তাদেরকে বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের সদস্য হওয়ার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সকল অংশগ্রহণকারীদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
ফলাফল প্রদান ও পুরস্কার বিতরণের জন্য আলাদা দিন ধার্য করে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা সুলতান আহমদ, বিশেষ উপদেষ্টা কামাল হোসেন, বিশেষ উপদেষ্টা ওহিদুল হক চৌধুরী, বিশেষ উপদেষ্টা মাওলানা মুহাম্মদ ফরিদ উদ্দিন, বিশেষ উপদেষ্টা জসিম উদ্দীন।

উপস্থিত ছিলেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মুরশেদুল হক।
আরো উপস্থিত ছিলেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি ছলিম উল্লাহ, প্রশিক্ষক আয়াতুল্লাহ ও  মিজানুর রহমান। অফিস সম্পাদক- ইয়াসিন আরাফাত, অর্থ-সম্পাদক- রিফাতুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়