সন্দ্বীপ প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সাড়া বিশ্বের মানুষ আজ দুর্ভোগে। আর সাধারণ মানুষের আপদে-বিপদে কেউনা কেউ সব সময় এগিয়ে এসেছেন। সন্দ্বীপে আক্রান্ত ব্যাক্তিদের ফ্রি অক্সিজেন সুবিধা দিতে মানবতার আরেক উজ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেন।
পৃথিবীর এই মহা দূর্যোগের অচল অবস্থায় সন্দ্বীপের মানুষের স্বাস্থ্যসেবায় মুমূর্ষ রোগীদের জন্য নিজ অর্থায়নে ফ্রী অক্সিজেনের সুব্যবস্থা নিশ্চিত করেছেন। যা ইতি মধ্যে ফাউন্ডেশনে এসেছে গেছে।
সেবা পেতে সন্দ্বীপের যে কোন প্রান্ত থেকে যোগাযোগ করুন নিম্মোক্ত নম্বরে: সাইফুল ইসলাম সানু: ০১৮১৩-৪০৪০১৯, মাকসুদ আলাম: ০১৬৩৩৭১৪১৪২।