[english_date] | [bangla_day]

বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক 

বাকলিয়ার সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে নাতে রাসূল সা: প্রতিযোগিতায় ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কালামিয়া বাজারস্থ ছাবের টাওয়ার ৪র্থ তলায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী সহ মোট ১০০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতি শ্রেণী থেকে তিনজন করে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৩০ জন ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়।
প্রতিযোগিতায় সর্বোচ্চ অংশগ্রহণকারী ২টি প্রতিষ্ঠান দারুল হিকমা মাদ্রাসা ও আল বুরুজ স্কুল’কে দেওয়া হয় বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাক্তার এ কে এম ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাকলিয়ার সংস্কৃতি কেন্দ্রের প্রধান উপদেষ্টা সুলতান আহমদ, ও বিশেষ উপদেষ্টা মুহাম্মদ কামাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ওহিদুল কাদের চৌধুরী বিশেষ উপদেষ্টা, বাকলিয়া সংস্কৃতি কেন্দ্র।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মো: জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের বিশেষ উপদেষ্টা, মাওলানা ফরিদ উদ্দিন ও পরিচালক মুহাম্মদ মুরশেদুল হক।

সার্বিক তত্ত্বাবধান ছিলেন বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি  মুহাম্মদ ছলিম উল্লাহ ও সাধারণ সম্পাদক আবু বকর তামিম।আরো উপস্থিত ছিলেন,  বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের  কার্য নির্বাহী সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন,  আয়াতুল্লাহ, মো: রিফাত সহ প্রমুখ।

সর্বোচ্চ শিক্ষার্থী নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দারুল হিকমা মাদ্রাসা, চট্টগ্রাম।
২য় সর্বোচ্চ শিক্ষার্থী নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আল বুরুজ স্কুল, চট্টগ্রাম।
এই ছাড়া আরো অংশ গ্রহণ করেন বাকলিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল
দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা,
দারুল কোর আন আইডিয়াল।
চট্টগ্রাম আদর্শ বিদ্যাপীঠ
আল মিজানুল কোরআন ওয়াল সুন্নাহ হিফয মাদরাসা।
তাকওয়া মডেল মাদরাসা।
চিটাগং আইডিয়াল স্কুল।
মাদ্রাসাতুন নূর।
ইমাম হোসাইন রা. মাদরাসা।
আজিজিয়া দারুল আরকাম মাদ্রাসা।
আল কোরআন একাডেমি।
আত তাহমিদ হিফজ মাদ্রাসা বাকলিয়া,
বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়
চর চাক্তাই বাদশা মিয়া সাও: হেফজ মাদ্রাসা।

ইসলামী সংস্কৃতির প্রসার ও অপসংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করার অংশ হিসাবে বাকলিয়া সংস্কৃতির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতিথিবৃন্দ।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো বাকলিয়া সংস্কৃতি কেন্দ্রের বিভিন্ন পরিবেশনা।
এমন অনুষ্ঠান যাতে আরো বেশি বেশি হয় সেই আশাবাদ ব্যক্ত করেন প্রতিযোগিতায় অংশ গ্রহণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়