রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৯জুন) বিকেলে গোপন সংবাদে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মো. ইব্রাহীম (৩২)। সে ওই ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার বাসিন্দা মো. হাবিবুল্লার পুত্র। আজ সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক এসআই ইসমাঈল হোসেন জুয়েল বলেন, তিন বছর ধরে পালিয়ে থাকা এই সন্ত্রাসীকে দীর্ঘ দুই মাস চেষ্টা চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন এবং গুরুতর অভিযোগে দুটি মামলা রয়েছে। আজ সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।