কুতুবদিয়া প্রতিনিধি: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় হাটু ও কোমর ব্যথা রোগীদের কথা চিন্তা করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ৮ নং রুমে বিশেষ অর্থোপেডিক ক্লিনিক সেবা গতকাল ৯ জুন মঙ্গলবার সকালে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান, মেডিকেল অফিসার ডাঃ জায়নুল আবেদীনসহ অন্যান্যরা।
গতকাল ৯ জুন ও আজ ১০ জুন বিশেষ অর্থোপেডিক ক্লিনিক ক্যাম্প পরিচালিত হয়। এ সময় দ্বীপের দরিদ্র ১০ জন হাটু ও কোমর ব্যথা রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা দেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অর্থোপেডিক সার্জারী চিকিৎসক ডাঃ মাহামুদুল হাসান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের কথা চিন্থা করে হাটু ও কোমর ব্যাথা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য গতকাল ৯ জুন ( মঙ্গলবার) বিশেষ অর্থোপেডিক ক্লিনিক উদ্বোধন করা হয়। হাড় ভাঙ্গা রোগীর চিকিৎসা ও হাতে নেওয়া হয়েছে। এই সেবা অব্যাহত থাকবে।
এ ব্যাপারে অর্থোপেডিক সার্জন ডাঃ মাহামুদুল হাসান বলেন, কুতুবদিয়ার মানুষ হাটু ও কোমর ব্যথার, হাড় ভাঙ্গার চিকিৎসার জন্য দ্বীপের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন। এতে করে তাদের যেমন অতিরিক্ত টাকা খরচ হয় তেমনি ভোগান্তির ও শেষ থাকেনা। দ্বীপের মানুষের ভোগান্তির কথা চিন্থা করে করোনা মহামারির আগে অর্থোপেডিক ক্লিনিক সেবা চালু করেছিলাম। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে তা বন্ধ করে দিই। গতকাল আবারও চালু করা হয়। পাশাপাশি হাড় ভাঙ্গা ও অপারেশনের চিকিৎসা শুরু করা হয়।