থানচি প্রতিনিধি: নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার জন্য সরকার ও সরকারের সহযোগী সংস্থা পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, বিভিন্ন এনজিও সংস্থা, সাংবাদিক ও মানবাধিকার কর্মীগণ দিনরাত সচেতন করার পরে ও নিজেদের সচেতনতার কোন লক্ষন দেখা যাচ্ছেনা।
যেখানে সেখানে মাস্ক ছাড়া ঘুরাঘুরি করতে দেখা যায় সাধারণ জণগণকে। বাজারে লক্ষ্য করা যায় ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে নেই কোন সচেতনাতা। আবার অনেকে পকেটে মাস্ক রেখে মুখে মাস্ক না দিয়ে হাটে বাজারে রাস্তায় দিব্বি ঘুরে বেড়াচ্ছ। এর কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রিড ট্রেড সেন্টার নিচতলা ও থানচি বাজার পর্যটন তথ্যসেবা কেন্দ্র সংলগ্ন ভাসমান দোখানগুলোতে গ্রাহক কিংবা ব্যবসায়ীদের দু একজন ব্যাতিত কারো মুখে মাস্ক নাই।
সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আলিকদম থানচি ভাড়ায় চলাচলকারি মটরসাইকেল চালক ও বিক্রেতাদের মুখে মাস্ক না থাকার কারণ জানতে চাইলে জবাবে বলে, আছে মাস্ক পকেটে, এরপরই তারা পকেট থেকে মাস্ক বের করে মুখে লাগিয়ে নেয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) থেকে জানতে চাইলে তিনি বলেন, কেউ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি ।