[english_date] | [bangla_day]

করোনা আক্রান্তদের জন্য নিজের বাড়ি ছেড়ে দিলেন ন্যান্সি

ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত রোগীদের আইসোলেশনে রাখতে নেত্রকোনার ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই।

এ বিষয়ে তিনি বলেন, নেত্রকোনায় আমার একটি ডুপ্লেক্স বাড়ি আছে। বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে তাই বাড়িটি জনস্বার্থে ছেড়ে দিলাম। এতে করে যদি কারো উপকারে আসে তাহলে সেটিই হবে আমার জন্য একটি বড় পাওয়া।

বাড়িটি কিভাবে কাজে লাগবে এমন প্রশ্নের জবাবে ন্যান্সি বলেন, এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলামের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি কিভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাদের জানাবেন। আমরা বলেছি, ওই বাড়িটি করোনাযোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন। আবার অনেকের আইসোলেশনে জায়গা হচ্ছে না; সেক্ষেত্রে বাড়িটি কাজে লাগাতে পারেন। এছাড়া চাইলে করোনাভাইরাসের সংবাদ সংগ্রহে সাংবাদিকরা এখানে থাকতে পারবেন।

এ বিষয়ে নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনুল ইসলাম বলেন, সংগীতশিল্পী ন্যান্সি তার বাড়িটি ব্যবহারের কথা জানিয়েছেন। প্রয়োজন হলে আমরা তা কাজে লাগাবো।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়