চিটাগাং মেইল : আগ্রাবাদ মৌলভীপাড়া এলাকায় ১০০ পরিবারের মাঝে ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম, সদস্য মো: হাসান মুরাদ ও মো: মোজাম্মেল হোসেন এর সহায়তায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে তারা বলেন, সংগঠনের এ কার্যক্রম ধারাবাহিক অব্যাহত থাকবে। সকল মানুষকে নিজেদের সাধ্যমত আর্থিক সহযোগিতা নিয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মো: হাসান মুরাদ, মো: মোজাম্মেল হোসেন, স.ম জিয়াউর রহমান, শিল্পী সমীরন পাল, আবুল কালাম, একরামুল হক বাবুল, নুরুল ইসলাম।