ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে শামিল হতে নিজেদের বেতন কর্তনে রাজি ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব আর্সেনালের খেলোয়াড় ও কোচ।
নিজেদের বার্ষিক বেতন থেকে ১২ দশমিক ৫ শতাংশ কাটতে রাজি হয়েছেন আর্সেনালের খেলোয়াড় ও কোচ। পুরো এক বছর খেলোয়াড় ও কোচদের কারছ থেকে ১২ দশমিক ৫ শতাংশ বেতন কেটে নেয়া হবে। চলমান মাস থেকে এটি চালু হবে, চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
এক বিবৃতিতে আর্সেনাল জানায়, ‘স্বেচ্ছায় আমাদের মূল দল, হেড কোচ ও কোচিং স্টাফরা করোনাভাইরাসের সংকটকালে ক্লাবকে সহায়তার জন্য রাজি হয়েছেন। এর ফলে বার্ষিক বেতন থেকে ১২ দশমিক ৫ শতাংশ বেতন কম নেবেন তারা। কয়েক দিনের মধ্যেই চুক্তির কাগজপত্র তৈরি করা হবে।’
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ‘যদি তারা দল হিসেবে আগামী মৌসুমে সাফল্য পেতে পারেন তবে কেটে নেয়া অর্থ খেলোয়াড় ও কোচদের ফেরত দেয়া হবে।’
বেশ কয়েক সপ্তাহ ধরেই ইংলিশ লিগের ক্লাবগুলোর সঙ্গে বেতন কর্তন নিয়ে আলোচনা চলছিলো। এর মধ্যে বেতন কর্তনে সায় দিলো আর্সেনাল। খেলোয়াড় ও কোচরা বেতন কর্তনে রাজি হওয়ায় ক্লাবটির ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতি কম হবে।