[english_date] | [bangla_day]

বিশ্ব পরিবেশ দিবসে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম

চিটাগাং মেইল :  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের পৃৃষ্ঠপোষকতায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর আয়োজনে আজ ৫ জুন বিশ্ব দিবস বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে পরিচালনা করা হয়।

‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘ প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে নগরীর জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের মাঠ প্রাঙ্গনে ঔষধি ও ফলজ বৃক্ষরোপণ করা হয় এবং নগরীর আন্দরকিল্লা, নিউ মার্কেট, চকবাজার, দুই নাম্বার গেইট এলাকায় পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন তথ্য, পরিবেশ দূষণরোধে করণীয় সর্ম্পকে জনসাধারণকে অবহিত করা হয়।

YouTube player

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ আনোয়ার আজম, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, শাহাদাত হোসেন রুমেল, কর্মসূচির সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মাওলানা শিব্বির আহম্মদ ওসমান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, রক্ত বিভাগীয় প্রধান দীপ্ত বিশ্বাস, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ বিভিন্ন বিভাগীয় উপ প্রধানবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বনায়ন কর্মসূচির আওতায় সবুজায়নের মাধ্যমে সুন্দর চট্টগ্রাম, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ হুমকি সম্মুখীন হচ্ছে এর অবস্থায় বৃক্ষ রোপণ প্রয়োজন। আজকের প্রজন্ম বৃক্ষ পরিচর্যা করলে বৃক্ষ রোপণ সার্থক হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়