কুতুবদিয়া প্রতিনিধি: বাঙ্গালী জাতির গৌরবমাখা স্বর্ণালী দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করেছে কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে কুতুবদিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা আওয়ামীলীগের( ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের নেতা-কর্মীদের অংশ গ্রহণে পুষ্পমাল্য অর্পণ করেন,দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতকা উত্তোলন,পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
বিকাল ৩ টায় বাঙ্গালী জাতির গৌরবমাখা স্বর্ণালী দিন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা দলীয় কার্যালয়ে কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুচ ছাফা বি,কমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের,সহ সভাপতি, মাহাবুব আলম এমইউপি, আরিফ মোশাররফ, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ তাহের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা রেজাউল করিম,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ পুলিন বিহারী শীল,কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান আজমগীর মাতবর, যুগ্ন আহবায়ক মুসলেম উদ্দিন, সাবেক ছাত্রলীগের সভাপতি রমিজ আহম্মদ কুতুবী,আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজ দৌল্লাহ,সাবেক ছাত্রনেতা সেজাম উদ্দিন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বেবি আকতার,উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি মনির আহম্মদ মাতবর,যুবলীগের সিনিয়র সদস্য খাইরুল বশর,উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ছাত্রনেতা হাফেজ তহিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশর স্বাধীনতা বিরল। কোন দেশ স্বাধীনতা অর্জনের জন্য এতো লোকের আত্নহুতি দিতে হয়নি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালী জাতি ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে অর্জন করেন স্বাধীনতা। স্বাধীনতার ৪৯ বছর পরও স্বাধীনতা বিরোধী এক শ্রেণীর মৌলবাদী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলা করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে।
পৃথিবীর ইসলামী প্রজাতন্ত্রের আদলে পরিচালিত রাষ্ট্র সমুহে রাষ্ট্র প্রধানের ভাষ্কর্য দৃশ্যমান রয়েছে। বাংলাদেশ ইসলামের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারী ও জাতির জনকের অবমাননাকারীদের বাংলাদেশ ঠাঁই হবে না বলে বিজয়ের মাসে হুশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দরা । স্বাধীনতা বিরোধী এসব চক্রদের বাংলাদেশ আওয়ামীলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ,নজরুল ইসলাম,সাংগঠনিক সস্পাদক নাজিম উদ্দিন (লালা),জাহেদুল ইসলাস ফরহাদ,প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার,শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকু,উপজেলা আওয়ামীলীগের সদস্য এ,টি,এম শাহা আলম কুতুবী,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু,আলী আকবর ড়েইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর সিকদার,সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, লেমশীখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিক সিকদার, সাধারণ সম্পাদক রেজাউল করিম,দক্ষিণ ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোতাহের কোম্পানি, সাধারণ সম্পাদক সাইফুল আলম , উত্তর ধূরুং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিউল মোরশেদ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন,উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দকী,শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম কাইছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম , সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তারেক আজিজ , যুব মহিলা লীগের সভাপতি হাসানুর জাহান রুজিসহ দলীয় ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা।