চিটাগাং মেইল : নগরের কাজীর দেউড়ি বাজারে বিএসটিআই বিভাগীয় অফিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ওজন স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫টি মামলা এবং ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মো. ওমর ফারুক।
অভিযানে বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রামের ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল মান্নান ও পরিদর্শক (মেট)মুকুল মৃধাসহ পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই’র সহকারী পরিচালক মোস্তাক আহমেদ।