[english_date] | [bangla_day]

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব ষোলশহরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ০৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চান্দগাঁও থানা যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ এর আয়োজনে বুধবার ১১ নভেম্বর যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ০৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী লায়ন আলহাজ্ব এম. আশরাফুল আলম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন, সাজ্জাদ আলী খান বাহাদুর প্রমুখ। এতে আরো বক্তব্য রাখেন মোঃ সাইফুদ্দিন, মুরাদ হাসান জকু, দিদারুল আলম, নুরু উদ্দিন, দেলোয়ার হোসেন বাচা, মোঃ লোকমান, মহিউদ্দিন মানিক, আনিস। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী যুব সংগঠন।

সারাদেশে যুবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে একসাথে কাজ করছে যুবলীগের সদস্যরা। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে চান্দগাঁও থানা যুবলীগকে একযোগে কাজ করতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন মোঃ রাকিব, মীর মোশাররফ হোসেন জুনায়েদ, মোঃ হাসান, আব্দুল্লাহ আল অহাসান হিমেল, মোঃ ইমন, মুমিন, সাগর,সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়