[english_date] | [bangla_day]

চট্টগ্রামে আনসার সদস্যের পাশবিকতা: শিশুর পায়ুপথে লাঠি দিয়ে নির্যাতন

চিটাগাং মেইল : পায়ুপথে লাঠি দিয়ে ১২ বছরের শিশুকে নির্যাতনের দায়ে এক আনসার সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী ভিত্তিতে তার অপারেশনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, অঙ্গিভুত আনসার সদস্যরা একটি সম্পত্তি পাহারায় নিয়োজিত আছে। সেখানে কয়েকজন কিশোর গেলে এক কিশোরকে নির্যাতন করে আনসার সদস্য রুবেল সর্দার। প্রাথমিকভাবে জানতে পেরেছি, লাঠি দিয়ে তার মলদ্বারে আঘাত করেছে। ঘটনায় জড়িত আনসার সদস্য রুবেলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পরিবার থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাইলে সহযোগিতা করা হবে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়