[english_date] | [bangla_day]

রেড ক্রিসেন্টের মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ সম্পন্ন

চিটাগাং মেইল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ড্যানিস রেড ক্রসের সহযোগীতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটে মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ (Basic Psychological First Aid Training) আন্দরকিল্লাস্থ যুব কার্যালয়ে দুই ব্যাচে চারদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম।

আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন বিডিআরসিএস এর পিএসএস ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, ড্যানিস রেড ক্রসের প্রজেক্ট ম্যানেজার পৃথ্বিরাজ বড়ুয়া।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় উপ প্রধান মোঃ সুমন।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, মৌলিক মনস্তাত্ত্বিক প্রাথমিক সেবা প্রশিক্ষণ জীবনে প্রতিফলন করার মাধ্যমে মানুষের উন্নত জীবন গড়ে তুলতে পারবে। প্রশিক্ষণটির মাধ্যমে স্বেচ্ছাসেবকরা দূর্যোগ কালীন সময়ে মানুষকে মানসিক শান্তি প্রদান করতে পারবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়