[english_date] | [bangla_day]

আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ করোনায় আক্রান্ত

চিটাগাং মেইল ডেস্ক: কুষ্টিয়া–৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ করোনায় আক্রান্ত হয়েছেন। আপাতত নিজ বাসায় কোয়ারিন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নমুনা পরীক্ষার পর তাঁর করোনা শনাক্তের খবর নিজেই নিশ্চিত করেছেন। মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম জানান, গত সোমবার জাতীয় সংসদ অধিবেশন থেকে বাসায় ফেরার পর কিছুটা অসুস্থ বোধ করেন মাহবুব উল আলম হানিফ। এরপর তাঁর জ্বর আসায় করোনা পরীক্ষা করার জন্য আজ সকালে নমুনা জমা দেন, সন্ধ্যায় করোনা শনাক্তের ফল জানা যায়।

এ নিয়ে এখন পর্যন্ত ৪৯ জন সাংসদ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একজন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম এবং আরেকজন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম। নওগাঁ-৬ আসনে গত ১৭ অক্টোবর উপনির্বাচন হয়েছে। আর সিরাজগঞ্জ-১ আসনে কাল বৃহস্পতিবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়