[english_date] | [bangla_day]

কুতুবদিয়া থানা পরিদর্শনে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম

কুতুবদিয়া প্রতিনিধি: পুলিশের একক প্রচেষ্টায় সকল অপরাধ দমন সম্ভব নয়। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগনের সহযোগিতা দরকার। আমি কথা দিচ্ছি, সার্বক্ষণিক পুলিশ আপনাদের সহযোগিতায় নিয়োজিত থাকবে৷ কুতুবদিয়া থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানের মতবিনিময় সভায় এসব কথা বলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার৷

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যে বুধবার ১১ নভেম্বর সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, পুলিশ জনতার সেবক -একথা আমরা প্রমাণ করতে চাই। মাদককারবারী, জলদস্যু, দুর্নীতিবাজদের তথ্য দিয়ে পুলিশকে আপনারা সহযোগিতা করতে পারেন। পুলিশ গুরুত্বের সাথে এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন৷ প্রয়োজনে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে৷

পুলিশ সুপার আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সবসময় পুলিশের সহযোগিতা অব্যাহত থাকবে।বাল্যবিবাহের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা ও জটিলতার ব্যাপারে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি৷ ইতোপূর্বে কর্তব্যপালন করতে গিয়ে যেসব পুলিশ কর্মকর্তা মামলার শিকার হয়েছেন, সেই মামলাগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন দেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি৷

তিনি আরো বলেন, পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত আছে। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রের আদেশ পালন করা আমাদের
দায়িত্ব। জনগণের সাথে পুলিশের সম্পর্ক যেন সৌহাদ্যপুর্ণ ও মার্জিত হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে পুলিশের সেবা পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর- কক্সবাজার পুলিশ এলক্ষ্যে কাজ করে চলেছে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিন বলেন, এই থানার সকল সদস্যা সম্পূর্ণ নতুন। এই দ্বীপে কে ভাল, কে মন্দ-এই ব্যাপারে আমরা এখনো অবগত নই। অচিরেই আমরা সকল সন্ত্রাসী, দুর্নীতিবাজদের চিহ্নিত করতে সক্ষম হব এবং তাদের বিরুদ্ধে ফলপ্রসূ পদক্ষেপ নিতে সক্ষম হব৷ ইতোমধ্যেই আমরা বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও শীর্ষ ডাকাতকে গ্রেফতার করেছি এবং আমাদের চৌকষ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর সহযোগিতায় মাদক কারবারী, সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দখলবাজ দের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে৷ জনগণের সহযোগিতা পেলে এই দ্বীপকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবেন বলে আশ্বস্ত করেন তিনি৷

বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, শুধুমাত্র পুলিশ প্রশাসন একার পক্ষেই সব দুর্নীতি ও অসঙ্গতি নখ-দর্পণে রাখা সম্ভব নয়। আমাদের প্রত্যেককেই অন্যায়, দুর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে হবে৷ পুলিশকে আপনার চারপাশে সংঘটিত সকল দুর্নীতির তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে৷ পুলিশ দুর্নীতির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে গেলে অনেক সময় মামলা হামলার শিকার হন, যাতে করে তাঁদের স্বাভাবিক দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটতে পারে-এব্যাপারেও জনগনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি৷

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে এস আই ফারুক আহমদের সঞ্চালনায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, সহকারী পুলিশ সুপার কুতুবদিয়া-মহেশখালীর সার্কেল মোঃ জাহেদুল ইসলাম৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া মহিলা আওয়ামী লীগের উপজেলা সভাপতি ছৈয়দা মেহেরুন্নেছা, কুতুবদিয়া থানা সহকারী পরিদর্শক মোঃ জুয়েল ইসলাম, কুতুবদিয়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী ফেডারেশন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ধুরুং কমিউনিটি পুলিশিং এর সভাপতি জানে আলম সিকদার প্রমুখ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুতুবদিয়া সরকারি কলেজের প্রভাষক আবু ছাদেক, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, কবি জসিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন, কুতুবদিয়া কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, সাংবাদিক ও কুতুবদিয়ার সর্বস্থরের সচেতন নাগরিকবৃন্দ৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়