চিটাগাং মেইল : করোনা ভাইরাসে আক্রান্ত সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ক্লাবের এস রহমান হলে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।
মাহফিলে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, করোনাকাল শুরু থেকে চট্টগ্রামের জনসাধারণের কল্যাণে দিন-রাত কাজ করেছেন আ জ ম নাছির উদ্দীন। বর্তমানে তিনি মেয়র পদে না থেকেও নগরবাসীকে সেবা দেওয়া অব্যাহত রেখেছেন। এরই মাঝে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তার দ্রুত রোগমুক্তি কামনা করি।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এবং প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।
দোয়া মাহফিলে চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য আ জ ম নাছির উদ্দীন, ক্লাবের স্থায়ী সদস্য এস এম শোয়েব খানসহ অসুস্থ সকল সদস্য ও পরিবারবর্গের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হিলভিউ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম রফিক।
এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য স ম ইব্রাহীম, স্থায়ী সদস্য এম নাসিরুল হক, নির্মল চন্দ্র দাশ, মইনুদ্দীন কাদেরী শওকত, জেড এম এনায়েত উল্লাহ, জাকির হোসেন লুলু, আসিফ সিরাজ, তমাল চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, মাখন লাল সরকার, নাসির উদ্দিন তোতা, হাসনাত মোর্শেদ, শিব্বির আহমদ রাশেদ, গোলাম সরওয়ার, সাইফুল্লাহ চৌধুরী, দেবপ্রসাদ দাস দেবু, আলমগীর সবুজ, আবুল হাসনাত, রাজেশ চক্রবর্তী, গোলাম মাওলা মুরাদ, মোহাম্মদ ফারুক, সাইদুল আজাদসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।