রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার আবদুল মন্নান নামে অসহায় এক ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা এবং টিন উপহার দিয়েছে উপজেলার অন্যতম বাইকিং সংগঠন “স্কোয়াড রাইডার্স”।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার লালানগর ইউনিয়নের ইউনুচ চেয়ারম্যান বাড়িতে অসহায় ব্যক্তির ঘর পরিদর্শন করে এসব নগর অর্থ এবং টিন তুলে দেন স্কোয়াড রাইডার্স পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন, মডারেটর, সিনিয়র সদস্য সহ সংগঠন এর সকল সদস্যরা।
লালানগর ইউনুচ চেয়ারম্যান বাড়ির আবদুল মন্নান দুই মেয়ে, স্ত্রী, মা-বাবাকে নিয়ে সংগ্রাম করে কোন রকম বেঁচে আছেন। মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করে কোনো রকমভাবে খেয়ে পড়ে সংসার চালালেও নেই থাকার জায়গা। যে ঘরটি আছে সেটি সম্পূর্ণ ভাঙ্গা। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। নতুন ঘরের আশায় তিনি বিভিন্ন জনপ্রতিনিধি ও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। এমন সংবাদে তাদের পাশে দাড়িয়েছে এই সংগঠন।
সংগঠন এর নেতৃবৃন্দরা জানান, মূলত এটি বাইকিং সম্পর্কীত হলেও আর্তমানবতার সেবায় আমরা অঙ্গীকারবদ্ধ’ শ্লোগান নিয়ে একঝাক তরুণ-যুবকের সমন্বয়ে গঠিত সংগঠন ‘স্কোয়াড রাইর্ডারের মাধ্যমে সংগঠন এর সাধ্য অনুযায়ী সমাজের অসহায় দুস্থ-সুবিধা বঞ্চিতদের সহযোগিতা, দরিদ্র এতিম, অবহেলিত নারীদের সহায়তা, সার্মথ্যহীন বিবাহযোগ্য কন্যাদের বিবাহের ব্যবস্থা, বৃক্ষরোপন ও পরিচর্যার মাধ্যমে রাস্তার সুরক্ষা, মাদক-বাল্য বিবাহ, হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, যৌতুক, ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমাজের জন্য ভালো কিছু করতে প্রতিটি মানুষের যার যার সাধ্যমতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। এবং সমাজের বৃত্তবানদের অসহায় আবদুল মন্নানের পাশে দাড়ানোর আহবান জানান।