সীতাকুণ্ড প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ মোঃ সালাউদ্দিন (৪৪) নামে এক ব্যক্তি গ্রেফতার। আটককৃত সালাউদ্দিন বাড়বকুণ্ড ইউনিয়নের মাহমুদা গ্রামের ফছি মেম্বারের বাড়ির মৃত খোরশেদ আলমের পুত্র বলে জানা গেছে।
৩ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৭ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার রাইজিং প্রেট্রোল পাম্পের দক্ষিণ পাশে জনৈক আবুল কালাম সওদাগরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, গোপন সূত্রে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।