চিটাগাং মেইল: নগরীর চান্দগাঁও থেকে কিশোর গ্যাং লিডার হামকা রাজুকে বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৪ নভেম্বর) রাত ১ টায় নিজ ঘর থেকে রাজুকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের উর্ধতন কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। গ্রেফতার আসামি হলেন, নগরের চান্দগাঁও থানার কসাই পাড়া এলাকার নুরুল আলম মেম্বারের বাড়ির রাজু বাদশা ওরফে হামকা রাজু (৩২)।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজুর বাড়িতে অভিযান চালাই। অভিযানের সময় লাইট বন্ধ করে তিনি পালাবার চেষ্টা করলেও তাকে নিজ বাসার টয়লেট থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেখানো তথ্য অনুযায়ী টেলিভিশন বক্সের পেছন থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি সহ একটি ইলেক্ট্রিক শক বোটম উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, রাজুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় ৫ টি মামলা রয়েছে। ৩টি হত্যাচেষ্টা মামলা, ১ টি চাঁদাবাজি মামলা ও ১টি ছিনতাই মামলা আছে। জিজ্ঞাসাবাদে সে কিশোর গ্যাং পরিচালনার কথা স্বীকার করে। ৮০ থেকে ১০০ জন কিশোর গ্যাং দিয়ে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই কাজ করার কথাও স্বীকার করে হামকা রাজু।