জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়: মীরসরাই উপজেলা ছাত্রলীগ
মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাইয়ে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩নভেম্বর বিকেল ৫ ঘটিকায় মীরসরাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানার সভাপতিত্বে যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও আরিফুল ইসলামের সোহেলের সঞ্চালনায় জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ৭৫এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্ব শূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। পৃথিবীর ইতিহাসে কোথাও জেলখানায় হত্যার কোন নজির নেই। অথচ বাঙালির মুক্তির সংগ্রামের অগ্রদূত জাতীয় চার নেতাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ এবং লালন করাই ছিল তাঁদের অপরাধ। তাঁরা কখনই আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেনি। শত প্রলোভন দিয়েও তাঁদেরকে আদর্শচ্যুত করা যায়নি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই এই হত্যাকান্ড ঘটানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মারুফ হাসান, শেখ করিম,মিঠুন শর্মা,খোরশেদ রুবেল, মোঃ হাছান প্রমূখ।