[english_date] | [bangla_day]

জেলহত্যা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গুনিয়া প্রতিনিধি: জেলহত্যা দিবস ও জাতীয় চার নেতার রূহের মাগফেরাত কামনায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আ.লীগ সহ অঙ্গ সংগঠন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার ধামাইরহাট ভি এইড পাবলিক হলে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. ইউনুস মিয়া, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, লালানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. মুছা, ইউপি সদস্য আলমগীর হোসেন তালুকদার, মো. ইউনুস মিয়া লেদ, মো. ইউসুফ, মো. মিজানুর রহমান চৌধুরী, মহিলা ইউপি সদস্য সেলিনা নাজের, ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ.লীগ নেতা ডাঃ দিপক শীল, ফজলুল ইসলাম সেলিম, আবদুল মাবুদ, ফরিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা জিকু শীল, কাজী শাওয়াল, কাজী শাহেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল। কিন্তু তাদের চেস্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে।

পরে জাতীয় চার নেতার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন সৈয়দ মাওলানা দিদারুল আলম।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়