[english_date] | [bangla_day]

সীতাকুণ্ডে সহস্রধারা লেকে এক পর্যটক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে সহস্রধারা লেকে গোসল করতে গিয়ে মাহফুজ বিন ইকবাল(২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

৩০ অক্টোবর শুক্রবার উপজেলার ছোট দারোগার হাটস্থ সহস্রধারা লেকে গোসল করতে গিয়ে নিখোঁজ হন পর্যটক।বিকাল পাঁচটায় নিহত পর্যটক মাহফুজ বিন ইকবালের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি দল।নিহত পর্যটক নওগাঁ জেলার ধামুইরহাট থানার ধামুইরহাট চাকমৈরাম ইকবালের বাড়ির জাফর ইকবালের পুত্র বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকার রামপুরা পূর্ব হাজি পাড়া থেকে শুক্রবার দুপুর দুইটার দিকে ৬ জনের একটি দল ছোট দারোগার হাট সহস্রধারা দেখতে এসে ঝর্ণায় গোসল করার সময় মাহফুজ নামে এক পর্যটক স্রোতের পানিতে ভেসে যায়।পর্যটক নিখোঁজের খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানের ৩ ঘন্টা পর ডুবুরি দল মাহফুজের মৃতদেহ উদ্ধার করে।

এই বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ওই পর্যটক গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর সেখানে উদ্ধার অভিযান চলে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দল ও উদ্ধার অভিযানে অংশ নেয়।তিন ঘণ্টা পর ওই পর্যটকের লাশ উদ্ধার করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়