রাঙ্গুনিয়া প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে ইত্তেহাদুশ শাবাব ও বৃহত্তর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এদিন বিকেল ৩ টায় ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মরিয়মনগর-গাবতল ডিসি সড়কের ব্রহ্মোত্তর রাস্তার মাথা, মোগলেরহাট বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে রাঙ্গুনিয়া কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশ নেন পাঁচ সহস্রাধিক মানুষ।
সমাবেশে সভাপতিত্ব করেন সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি নেজাম উদ্দিন। ইত্তেহাদুশ শাবাব এর সাধারণ সম্পাদক আবদুল খালেদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ, মাওলানা এরশাদুল আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাছের উদ্দিন রিয়াজ, প্রকৌশলী ইয়াকুব মুন্না, নুরুল করিম, ইউপি সদস্য বাদশা আলম, মো. সেলিম, ইত্তেহাদুশ শাবাব এর সভাপতি নুর মোহাম্মদ, জয়নাল আবেদীন, মো. ইকবাল, আখতারুজ্জামান আরিফ, মনির আলম, ফরহাদুল ইসলাম, মো. সোহেল, মো. আবদুল্লাহ প্রমুখ।
শেষে মোনাজাত করেন সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি নেজাম উদ্দিন।
সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। বক্তারা এর তীব্র নিন্দা জানায় এবং সারাবিশ্বের মুসলমান দেশকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়।’