[english_date] | [bangla_day]

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবী সরফভাটা ছাত্র জনতার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান রাখার দাবী জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ছাত্র জনতা। বুধবার ৭ অক্টোবর সকালে সংগঠনটির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবী জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা নারী ও শিশুর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণকরণসহ বিভিন্ন দাবী উত্তাপন করেন। এছাড়া নারীর নিরাপত্তায় ধর্মীয় বিধান মেনে শালীনতা বজায় রেখে চলাফেরা করারও আহবান জানান বক্তারা।

এদিন সকাল ১০টার দিকে সরফভাটা ছাত্র জনতার উদ্যোগে ও সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৮ ব্যাচের ব্যবস্থাপনায় আয়োজিত বিক্ষোভ মিছিলটি সরফভাটা ইত্যাদি চত্বর থেকে শুরু করা হয়। মিছিলটি হাজী সৈয়দ আলী সড়ক প্রদক্ষিণ শেষে কাপ্তাই সড়কের গোডাউন এলাকায় এসে মানববন্ধন করেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মো. আরফান। মো. আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন আহবায়ক কমিটির মো. ইকবাল হোসেন, মো.আরফাতুল ইসলাম, মো. ইমন, আশরাফুল ইসলাম আরিফ, বেলাল তালুকদার, মো. আজাদ হাসান, মো. হামিম, মো. মাসুদ, মো. নেজাম, ওয়াহিদুল ইসলাম রায়হান, মো. শাহেদ, আহবায়ক কমিটির ওয়াহিদ মিজান, মো. হাছিফ প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচীতে বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার ও প্ল্যাকার্ড হাতে কয়েক শতাধিক ছাত্র জনতা অংশ নিয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়