পটিয়া পৌর ০৫ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহী অনেকেই –
পটিয়া প্রতিনিধিঃ-
পটিয়া পৌরসভার ০৯ টি ওয়ার্ডের মধ্যে ০৫ নং ওয়ার্ড অন্যতম গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। সেখানে রয়েছে পটিয়ার সেরা দুইটি বালক উচ্চ বিদ্যালয়, আবদুস সোবাহান রাহাত আলী, পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ চট্রগ্রাম অন্যতম মহাবিদ্যালয় পটিয়া সরকারী কলেজ সহ অনেক গুরুত্বপূর্ণ স্তাপনা। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, ক্রীড়া, সেবা মূলক কর্মকান্ড সব ক্ষেত্রেই এই ওয়ার্ডের বাসিন্দাদের ভূমিকা অনেক। আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ০৫ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদে নির্বাচন করতে ইচ্চুক বর্তমান, সাবেক সহ একঝাক নতুন প্রার্থী। সবাই নিজের ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং মুক্ত একটি মডেল ওয়ার্ড করার প্রত্যয়ে নির্বাচনী মাঠে নামতে প্রস্তুতি সম্পন্ন করেছেন, অপেক্ষা এখন
দলীয় ও শুভাকাঙ্ক্ষী’দের সবুজ সংকেত সেটা পেলেই পুরাপুরি ভাবে নির্বাচনী মাঠে পর্দাপন করবেন তারা। ইতোমধ্যে যার যার দলের শীর্ষ পর্যায়ের নেতা, সাধারন ভোটার ও এলাকার প্রতিষ্টিত গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন সকল মনোনয়ন প্রত্যাশীরা। অনেকে এলাকায় ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন। রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারন ভোটারদের মনোভাব সততা, ত্যাগী, সৎ, শিক্ষিত, ভদ্র, সচ্চ ও পরিচ্চন্ন, এলাকায় জনপ্রিয় ইমেজ সম্পন্ন ব্যাক্তিদের দিকে নজর। এলাকার প্রবীণ ও তরুন ভোটারা আশাবাদী সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন বলে আশা ব্যক্ত করেন। আসন্ন পটিয়া পৌরসভা কাউন্সিলর নির্বাচনে ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর খোরশেদ গণি সহ অন্য যাদের নাম আলোচনায় আছে তারা হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বোরহান উদ্দিন, সাবেক পৌর ছাত্রদল সভাপতি ও সাবেক কাউন্সিলর আমির হোসেন, পটিয়া পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল করিম, সাবেক কাউন্সিলর ও পটিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তৌহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন , পটিয়া পৌর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ব্যবসায়ী নাছির উদ্দিন (মর্ডান)। আসন্ন নির্বাচনে প্রতিদন্ধিতার প্রসঙ্গে সাবেক কাউন্সিলর আমির হোসেন জানান – সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি নির্বাচন করবেন।
পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল করিম বলেন – দলের জন্য ত্যাগ স্বীকার করেছি, দল যদি মূল্যায়ন করে তবে তৃনমূলের সকলের ভালোবাসায় সিক্ত হয়ে নির্বাচন করবো, ইনশাআল্লাহ। এখন অপেক্ষার প্রহর কারিশম্যাটিক নৈপুণ্যে কার হাতে যাচ্ছে ০৫ নং ওয়ার্ডের সেবা করার সৌভাগ্য!
বর্তমান কাউন্সিলর নাকি নতুন কারো গলায় জয়ের মালা!