চিটাগাং মেইল: আজ ৭ অক্টোবর বুধবার নগরীর শাহমানত সেতু থেকে তুলাতলি, কালামিয়াবাজার, বাকলিয়া এক্সেসরোড, রাহাত্তারপুল, চান্দগাঁও, বহদ্দারহাট, মুরাদপুর পায়ে হেটে এবং লোক সমাগমে অবস্থান কর্মসূচীর মাধ্যমে ধর্ষণ বিরোধী একক আন্দোলন করে ছাত্র প্রতিনিধি রিদুয়ানুল ইসলাম মারফ (১৭)।
বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সংগঠনে নিজেকে উৎসর্গ করে কাজ করলেও, বর্তমানে ধর্ষণের বিরুদ্ধে আন্দলোনে সংগ্রামে নেমে পড়ে সে। দাবী একটাই ধর্ষণের সুষ্ঠু বিচার চাই, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ড করা হোক।
“বর্তমানে করোণার মতো ধর্ষণের মহামারী থেকে দেশকে বাঁচাতে আমার এই প্রচেষ্টা।”