[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৫১ জনসহ মোট আক্রান্ত ৫২৩৫

Info Chittagong

চিটাগাং মেইল : করোনা ভাইরাসের ৭০৩টি নমুনা পরীক্ষায় একদিনে ১৫১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৩৫ জন।

এছাড়া নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১ জন। এনিয়ে মোট মৃত্যু ১২১ জন এবং মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪০২ জন।

সোমবার (১৫ জুন) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।Info Chittagogng

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-এ ২৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭৬ টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ১৫৩টি এবং ইম্পেরিয়াল হাসপাতালে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ১০টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডি, চবি, চমেক, সিভাসু, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে যথাক্রমে ৫১, ১০, ৪৮, ৩৫ এবং ৬ জন করোনা পজেটিভ শনাক্ত হয়। অন্যদিকে কক্সবাজার ল্যাবে পরীক্ষায় চট্টগ্রামের একজন করোনা রোগী পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, কক্সবাজার ল্যাব সহ চট্টগ্রামে ৬টি ল্যাবে করোনা টেস্ট করানো হয়। এতে ৭০৩ টি নমুনা পরীক্ষা করে ১৫১ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৮৯ জন চট্টগ্রাম মহানগরে এবং ৬২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়