থানচি প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে করোনা রোগে আক্রান্ত হয়েছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং)। মন্ত্রীর দেহে করোনা পজেটিভ এর সংবাদে উদ্বিগ্ন হয়ে ওঠে থানচিবাসী বিভিন্ন সন্প্রদায়ের লোকজন। তারা স্ব-স্ব ধর্ম মতে ধর্মীয় প্রতিষ্ঠানে পাবর্ত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি’র সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।
১০ জুন বুধবার সন্ধ্যায় উপজেলার মৈত্রী শিশু সদনে বৌদ্ধ বন্ধনা প্রার্থনার আয়োজন করা হয়। এতে অংশগ্রহন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা, ভান্তে উশাথোরো মাহথোরো, থানচি সদর ইউনিয়ন এর চেয়ারম্যান মাংসার ম্রো সহ আরো অনেক স্থানীয় নারী পুরুষগণ।
উল্লেখ্য যে, গত ৬ জুন শনিবার পাবর্ত্যমন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপির করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসলে ৭ জুন রবিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর িএকটি হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।