লামা প্রতিনিধিঃ লামায় এক সাংবাদিক সহ দুইজন করোনা আক্রন্ত হয়েছেন। এই নিয়ে লামায় মোট করোনা ১০ জন করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
আজ লামা পৌরসভার ১ জন ও গজালিয়া ইউনিয়নের ১ জন সর্বমোট ২ জন করোনা রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তদের একজন লামা পৌরসভার চাম্পাতলী ১ নং ওয়ার্ড এর নূর মোহাম্মদ মিন্টু (৪৫), অন্যজন গজালিয়া ইউনিয়নের বাসিন্দা উশাইজু মার্মা (২১)। সে চাথুয়াই মার্মার ছেলে।
গত ২০ মে বুধবার লামা হাসপাতাল হতে কক্সবাজার ল্যাবে নমুনা পাঠানো হলে। আজ ২৯ মে শুক্রবার বিকেলে করোনা পজিটিভ আসে বলে জানা যায়।
নূর মোহাম্মদ মিন্টুর করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই বলে জানা যায়। তিনি তার নিজ বাসায় হোম কোয়ারান্টিনে আছে বলে জানান।