[english_date] | [bangla_day]

নায়িকাদের মধ্যে ডিনারে যাকে চান মাশরাফী

ডেস্ক রিপোর্ট: হলিউড, বলিউড ও ঢালিউডের তিন নায়িকার একজনের সঙ্গে ডিনারের অপশন দেওয়া হলো মাশরাফী বিন মোর্ত্তজাকে, তিনি কাকে বেছে নেবেন? সাবেক ক্রিকেট অধিনায়ক ও সংসদ সদস্য সম্প্রতি এমন প্রশ্নের মুখোমুখে হলেন ‘নটআউট নোমান’ শিরোনামের লাইভ আড্ডায়।

সেখানে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদ স্লগ ওভার পর্বে মাশরাফীর কাছে ২৫টি প্রশ্ন রাখেন।

মাশরাফীকে প্রশ্ন করা হয়, অ্যাঞ্জেলিনা জোলি, রাভিনা ট্যান্ডন ও পরী মনির মধ্য থেকে কাকে বেছে নেবেন ডিনারের জন্য। উত্তরে জানান, নিজের স্ত্রীকেই চান ডিনারে।

বলেন, “মাশরাফী উডের ঘরের বউকে নিয়ে যাবো।” নিজের জীবন নিয়ে সিনেমা তৈরি হলে নায়ক হিসেবে কাকে দেখতে চান মাশরাফী? এমন এক প্রশ্নের উত্তর দিলেনও নড়াইল এক্সপ্রেস।

বাংলাদেশের সাবেক অধিনায়কের এ ক্ষেত্রে পছন্দ ঢাকাই ছবির সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়