[english_date] | [bangla_day]

চট্টগ্রামে অস্ত্র তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ দুজন আটক

চিটাগাং মেইল : চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ দুজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকালে এ অভিযান হয়।

আটকরা হলেন রাঙ্গুনিয়ার মো. রোকন (৩৮) ও মো. আব্দুল (৩২)। র‌্যাব-৭ এর এএসপি মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, অভিযানে পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালা ঘরের নিচে অনুসন্ধান চালিয়ে চারটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, ১০টি গুলির খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে এ কারখানায় অস্ত্র তৈরি করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িসহ আশেপাশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করছে। তারা দুজনই এসব এলাকার পেশাদার অস্ত্র ব্যবসায়ী।

মাহমুদুল হাসান মামুন বলেন, পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামে একটি পাহাড়ের উপর কারখানা স্থাপন করে অস্ত্র তৈরি করছিল সন্ত্রাসীরা। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়