যার গল্প প্রবন্ধ কবিতায় ত্রিপল ভাবনার উপদান যোগ পায় পাঠকের পাঠভূমি -সেই পরিচন্ন দারাশ কাব্যের অবহিত শব্দ করে পদার্পণ সাহিত্যের দরজায় লেখার মৃত্তিকা । তাই লেখক ইলিয়াস বাবরের কলমের দীর্ঘমান শক্তি খুঁজকরে তরুণের তারুণ্য চোখে- শব্দশৈলীর দৃশ্যপট এক নক্ষত্র হয়ে বসবাস করে কবির ব্যানঞ্জনা।
তার কথামালা ও কলাকৌশল বিদ্যান গল্পের কারুকার্যে পাঠককে প্রাণবন্ত করে। আর অহিত মর্মে পথচলা মানুষের কথা বলে এই লেখকের সাহিত্য মননশিল্প।
আজ সেই গল্পকার কবি প্রাবন্ধিক সাহিত্যবিশারদ সুহৃদ চট্টগ্রাম এর সাধরণ সম্পাদক ইলিয়াস বাবরের শুভ জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভেচ্ছান্তে
সভাপতি কবি ও গল্পকার শহিদুল আলীম সাহিত্যবিশারদ সুহৃদ চট্টগ্রাম – এর সকল সংগঠনের লেখকবৃন্দ।আর চিটাগাং মেইল টুয়েন্টিফোর. কম এর পরিবার।