ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৭০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭৯০জন। যা গতকালের চেয়ে কম। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জন।
বৃহস্পতিবার ৭মে দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।