এস এম ওয়াহেদ রনিঃ
করোনা মহামারীতে যখন বিশ্ব নাকাল।অর্থনীতি বিপর্যস্ত। এই পরিস্থিতিতে দেশের মানুষের জীবনযাত্রা সচল রাখতে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছিল তাও কড়াকড়ি ভাবে কিছু শর্ত পালন সাপেক্ষে। কিন্তু ছবি দেখে বুঝতেই পারছেন সে’টা ঠিক কতোটা কর্যকরি হয়েছে।
আজ চট্টগ্রামের সোনালী ব্যাংক চকবাজার শাখার দুপুর অনুমান ১ টাকার চিত্র এ’টি যেখানে দেখা যাচ্ছে গ্রাহকেরা অফিসে কি ভাবে ভীড় করছে তাদের প্রয়োজনীয় সেবা নিতে।