এস এম ওয়াহিদ রনিঃ
দক্ষিন চট্টগ্রামের বানিজ্যিক উপশহর খ্যাত দোহাজারী পৌরসভার স্বনামধন্য বিদ্যাপীঠ দোহাজারী জামিরজুরী আহমদুর রহহমান উচ্চ বিদ্যালয় এর এসএসসি’০৫ ব্যাচের স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে গরীব ও অসহায়দের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরন করেছেন। তারা ২০০৫ ব্যাচের সকল শিক্ষার্থীরা মিলে বিগত ২০০৯ইং সাল হইতে অসহায় মানুষদের মাঝে ধারাবাহিকভাবে ইফতার বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় এইবারও তারা প্রায় ৭০টির অধিক পরিবারের মাঝে ইফতারের পাশাপাশি চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু ইত্যাদি খাবার সামগ্রী বিতরন সম্পন্ন করেছে। সংগঠনটির সদস্য সালাউদ্দিন কাদের হিরু বলেন, সকলের দোয়া ও ব্যাচ প্রতিনিধিদের সহযোগিতায় দীর্ঘ দশ বছরেরও অধিক সময় ধরে আমাদের এই মানবিক কাজটি চলমান রাখার চেষ্টা করে আজ এতটুকু এসে পৌঁছতে পেরেছি। ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, দোয়া করবেন। এই সময় সংগঠনটির সদস্যদের মধ্যর উপস্থিত ছিলেন, তানভীর হাসান, আবু বক্কর, হেলাল উদ্দিন, মামুনুর রহমান, ওমর সালেহ্ ও জাহেদ প্রমূখ।