চিটাগাং মেইল : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় শুরু থেকে করোনা পরিস্থিতির কারণে অসহায় হয়ে পড়া সাধারণ মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন, করোনার কারণে কেউ অসহায় হয়ে পড়লে এবং লজ্জায় নিজের অসহায়ত্বের কথা কাউকে বলতে না পারলে অন্তত পুলিশকে ফোন করে জানায়। এভাবে গত এক মাসেরও বেশি সময় ধরে ফোন পেলেই রাঙ্গুনিয়ার অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা নিয়ে হাজির হচ্ছেন ওসি সাইফুল ইসলাম।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে পাশে আছেন তিনি। তারই ধারাবাহিকতায় লিচুবাগান ও দোভাষীবাজারের নাইট গার্ড ও ঝাড়ুদারদের মাঝে গত ২’রা মে রাতে এবং মরিয়মনগর মাইক্রো স্ট্যান্ডের সদস্যদের মাঝে গত ৩’রা মে সকালে খাদ্য সামগ্রী বিতরন করেন ওসি সাইফুল ইসলাম।
তিনি জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পাশাপাশি নিজের ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের কারণে যারা খুব কষ্টে দিন কাটাচ্ছেন এরকম নিম্ন ও মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষকে সাহায্য করা হচ্ছে।
এছাড়া সাহায্য চেয়ে যারা থানায় ফোন করছেন তাদের কাছেও খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে আর এটি যত বেশিদিন সম্ভব অব্যাহত থাকবে। তিনি সমাজের উঁচু শ্রেণীর মানুষদেরকে আহ্বান জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে সমাজের উঁচু শ্রেণির মানুষ যদি অসহায়দের পাশে না দাঁড়ায় তাহলে তাদের অসহায়ত্ব দূরকরা খুবই মুশকিল হয়ে পড়বে।