[english_date] | [bangla_day]

চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ১৬ জন করোনায় আক্রান্ত

Info Chittagong

চিটাগাং মেইল : চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ ১৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সোমবার চট্টগ্রামের বিআইটিআইডিতে ২৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানান, এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৬ জন এবং নোয়াখালীর দুইজন ও লক্ষীপুরের চারজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল আসে।

চট্টগ্রাম জেলার শনাক্তদের মধ্যে মহানগরীর ১২জন এবং উপজেলা পর্যায়ের চারজন। মহানগরীর আক্রান্তদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক জানান, আক্রান্ত দুইজনই দামপাড়া পুলিশ লাইনের আকরাম হোসেন ব্যারাকে থাকতেন।একজন নগর পুলিশের একটি ইউনিটের এএসআই এবং অপরজন এসএএফ বিভাগের কনস্টেবল।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তবে একজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সোমবারের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলার বাঁশখালী, পটিয়া, লোহাগাড়া ও সীতাকুণ্ড উপজেলার একজন করে আক্রান্ত হয়েছেন।ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয়েছে সোমবার পর্যন্ত তিন হাজার ৭৫৭টি। বিআইটিআইডির নমুনা পরীক্ষায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জেলার ১৫২জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ ফল পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলায় বিআইটিআইডি ও সিভাসুর ল্যাবে পরীক্ষা হচ্ছে। এ দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০৫ জনে।

এছাড়া বাইরের জেলা থেকে আক্রান্ত হয়ে চট্টগ্রাম এসে চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়