চিটাগাং মেইল : করোনায় হোম কোয়ারেন্টাইন এ থাকা ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সিন্ধুকছড়ি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার (২৪এপ্রিল) সিন্ধুকছড়ি ইউনিয়নের পংখী মুড়ার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের আতঙ্কে থাকা হতদরিদ্র অসচ্ছল ৮০ পরিবারকে দূর্যোগের ও ত্রান মন্ত্রনায় তহবিল থেকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার চাল, ডাল, আলু, তেলসহ খাদ্যসামগী বিতরন করা হয়।
সিন্দুকছড়ি ইউনিয়নে এই ধাপে মোট ১৮০ পরিবার এ ত্রান সহায়তা পাবেন। এর মধ্যে ইউনিয়নের অন্যান্য এলাকায় অবশিষ্ট ত্রানগুলো পর্যায়ক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরন করা হবে।
ত্রাণ বিতরণ কালে সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা বলেন, মহামারি করোনায় সমাজের প্রান্তিক জনগোষ্ঠিসহ নিম্মবিত্ত পরিবারের মাঝে অভাব অনটন দেখা দিয়েছে। এ দু:সময়ে অসহায়দের পাশে থেকে তাদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করছে সরকার। আমরা প্রতিটি ঘরে ঘরে ত্রান সমগ্রী পৌঁছে দিচ্ছি, কেউ যাতে না খেয়ে থাকে সে দিকে মাথাই রেখে কাজ করে যাচ্ছি।
কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সরকার আরো ত্রান বিতরন করবেন, আপনাদের কাছে আমরা ত্রান পৌছে দিবো, আপনারা ঘর থেকে বের হবেন না এবং সচেতন থাকবেন। আমরা হতদরিদ্র মানুষের সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছি, তাদের এই পরিস্থিতিতে আমরা সবসময় তাদের পাশে আছি।
এসময় অন্যান্যদেরর মধ্যে উপস্থিত ছিলেন, একটি বাড়ি একটি খামারের সহকারী কর্মকর্তা ওয়ার্ড সদস্য সহ আরো অনেকে।