চিটাগাং মেইল : করোনা রোগীদের সেবা দানে তৈরি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কোভিড হাসপাতালের (২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম) ১০ শয্যার আইসিইউ ইউনিট নির্মাণ কাজ শুরুর নবম দিবসে প্রায় সমাপ্ত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অত্যন্ত বিচক্ষনতার সাথে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহন করে দ্রুততম সময়ে আইসিইউ ইউনিটটির কাজ শেষ করার সদয় নির্দেশনা প্রদান করায় চট্টগ্রাম বিভাগের কোভিড আক্রান্ত ক্রিটিক্যাল রোগীদের সরকারী ভাবে আইসিইউ সেবা প্রদানে অনেক দূর এগিয়ে গেল স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ হাসান শাহরিয়ার কবীর ।