ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের গোপালপুরে এক কিশোরী করোনা পজেটিভ ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া কামদেব বাড়ী এলাকার বাসিন্দা। এ ঘটনায় শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ওই নারীর শ্বশুরবাড়িসহ আশে পাশের ১৬ টি বাড়ি লকডাউন করেছেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলীম আল রাজী, উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা ডা. আলীম আল রাজি এ বিষটি নিশ্চিত করে বলেন, আক্রান্ত ওই নারী ঢাকার জামগড়া এলাকার টেক্সম্যাক্স গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করতেন। সম্প্রতি কয়েকদিন আগে হালক জ্বর-সর্দি ও কাঁশিয়ে বাড়ি ফিরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য বিভাগকে জানান। পরে গত বুধবার (২২ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে রাতেই তার নমুনা পজেটিভ থাকার কথা জানানো হয়।
এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, করোনা পজেটিভ খবর পেয়ে করোনা আক্রান্তের বাড়িটি লকডাউন ও লাল পতাকা টাঙানো হয়েছে এবং আশে পাশের ১৬ টি বাড়ি লকডাউন করা হয়। পরে সবাইকে ঘরে থাকার আহ্বান করে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।