আজকের তারিখে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায় যে, প্রধান বিচারপতির আদেশক্রমে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত সাপেক্ষে জরুরী জামিন শুনানি লক্ষ্যে জেলা ও মহানগর দায়রা জজ এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা তাদের এক বা একাধিক অধঃস্তন ম্যাজিস্ট্রেট আদালত সপ্তাহে দুই দিনের জন্য খোলা রাখার নির্দেশনা জারি করা হয়েছে।