[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় ৫০০পরিবারকে ত্রাণ সহায়তা দিলো মানবাধিকার কমিশন

চিটাগাং মেইল :  রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার ৫০০ অসহায় হত দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশন।

রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দের মাধ্যমে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সার্বিক সমন্বয় করেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যক্ষ কে এম মুছা, সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, নির্বাহী সভাপতি এডভোকেট সেকান্দর চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ধামাইরহাট এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাজানগর মানবাধিকার সভাপতি এস,এম, ইদ্রিচ, লালানগর মানবাধিকার সভাপতি কাজী সিরাজুল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর সরওয়ার সানজারী, মানবাধিকার কর্মী ডাঃ নিপন কান্তি পাল, মো. পারভেজ, ইকবাল হোসেন, উপজেলা ছাত্র পরিষদের সভাপতি মো. ইসমাঈল হোসেন প্রমুখ।

উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার বলেন, প্রাথমিকভাবে করোনার কারণে কর্মহীন হয়ে পড়া ৫০০ অসহায় পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এবং সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়