[english_date] | [bangla_day]

২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ৩৫৭ জন

ডেস্ক রিপোর্ট: বরিশাল বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকাদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত মোট তিন হাজার ৬১৯ ব্যক্তি ছাড়পত্র পেয়েছেন।

আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে মাত্র ১৪৮ জনকে। পাশাপাশি নতুন করে ২৪ ঘণ্টায় বরিশাল নগর ছাড়া বিভাগের ছয় জেলায় ৩৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, বিভাগে এ পর্যন্ত ১১৬ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন। এরমধ্যে ৪৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত রোগীদের মধ্যে তিনজনকে শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া বিভাগের ছয় জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে ৩১, পটুয়াখালীতে দুই, পিরোজপুরে পাঁচ, বরগুনায় ১২ ও ঝালকাঠিতে পাঁচজনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে।

পাশাপাশি এ পর্যন্ত বরিশালের মুলাদীতে, পটুয়াখালীর দুমকি, বরগুনার আমতলী ও বেতাগীতে একজন করে চারজন ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়