[english_date] | [bangla_day]

সীতাকুণ্ডে ৭০০ পরিবারের জন্য খাবার পাঠালেন আওয়ামীলীগ নেতা বেলাল

চিটাগাং মেইল: সীতাকুণ্ডের শিল্প এলাকা বলে খ্যাত সোনাইছড়ি ইউনিয়ন। এখানে রয়েছে শতশত ছোটবড় কারখানা আরো রয়েছে জাহাজ কাটা শিল্প শীপ ইর্য়াড।লকডাউন হোম কোয়ারেন্টিন ও সরকারের নানামুখী পদক্ষেপে হাজার হাজার স্থায়ী ও অস্থায়ী শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।ইতিমধ্যে সীতাকুণ্ডে করোনায় রোগী শনাক্ত হয়েছে।

সরকারের পাশাপাশি অনেক শিল্পপতি ও সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতারা এগিয়ে এসেছেন দুঃসময়ে সাধারণ জনগনের জন্য।তারই ধারাবাহিকতায় সোনাইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বেলাল উদ্দিন দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন সাধারণ জনগনের পাশে রয়েছেন। কখনো খাবার সামগ্রী বিতরণ আবার কখনো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জীবাণু নাশক স্প্রে ছিটানোতে সহযোগীতা করেই যাচ্ছেন।তার সামাজিক কর্মকান্ড দেখে অনেক রাজনৈতিক নেতারা সাধারণ জনগনের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হচ্ছে।

তিনি বলেন,এর আগেও কয়েকবার খাবার সামগ্রী বিতরণ করেছি। করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি কর্মহীন গরীব অসহায় ৭০০টি পরিবারের তালিকা তৈরি করে নিজ অর্থায়নে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এইভাবে প্রতিনিয়ত খাবার সামগ্রী উপহার হিসেবে পাঠানো চলবে। তিনি সকলকে এভাবে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন।সাধারণ জনগণের জন্য সরকারের নানামুখী উদ্যোগ মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়