ডেস্ক রিপোর্ট: ভারতীয় ক্রিকেটে মজার একটি চরিত্রের নাম যুজবেন্দ্র চাহাল। প্রায় সব ক্রিকেটারের সঙ্গে খুনসুঁটি করে এই লকডাউনের সময় অবসর কাটাচ্ছেন তিনি। বিশেষ করে ভারত অধিনায়ক বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতির সঙ্গে যেন তার সম্পর্ক একটু বেশিই ভালো। সুযোগ পেলেই এই দুজনের সঙ্গে মজা করেন তিনি। এবার আনুশকা শর্মার পোস্ট করা এক মজার ভিডিওতে অদ্ভুত আবদার জানিয়ে সবাইকে আনন্দ দিয়েছেন তিনি।
গতকাল নিজের ইনস্টাগ্রাম একটি ভিডিও পোস্ট করেছেন আনুশকা। ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলির উদ্দেশ্যে আনুশকা হিন্দিতে ক্রিকেট নিয়ে উৎসাহ দিচ্ছেন। যা বাংলায় এমন হয়, ‘কোহলি, এই কোহলি। চার মার না, কী করছিস! এই কোহলি, চার মার।’ এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি ভেবেছিলাম, সে (কোহলি) হয়তো মাঠের কথা মিস করছে। লক্ষাধিক ভক্তদের কাছ থেকে যেই ভালোবাসা পেয়ে থাকে সে, তার মধ্যে এমন ভক্তও তো থাকে। আমি তাকে সেই অভিজ্ঞতাই দিলাম।’
এই ভিডিও দেখেই নতুন করে মজা নিয়েছেন যুবজবেন্দ্র চাহাল। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ভাবী, পরেরবার আপনি বলে দিয়েন, চাহালকে ওপেনিং নামাও, চাহালকে ওপেনিং নামাও। তাহলে হয়তো ভাই আপনার কথা শুনবে।’ চাহালের কমেন্টের এই স্ক্রিনশট এখন ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। ক্রিকেটপ্রেমীরা বেশ মজা পাচ্ছেন তারকাদের এই কথোপকথনে। যদিও বিরাট কোহলি বা আনুশকা শর্মা এখনও চাহালের মন্তব্যের জবাব দেননি।