চিটাগাং মেইল : মহামারি মোকাবেলায় সীমাবদ্ধতার বিষয়গুলো ভেবে আমাদের সতর্ক থাকা প্রযোজন, করোনা মোকাবেলায় পৃথিবীর উন্নত ও বিত্তশালী দেশগুলো হিমশিম খাচ্ছে। মহামারি মোকাবেলায় সীমাবদ্ধতা আছে। রোগ নির্নয়ের কিট এবং নিবিড় পর্য়বেক্ষণতার অপ্রতুলতা, অপর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা, চিকিৎসক, নার্সিং। আমরা উন্নয়নশীল দেশ হলেও মাননীয় প্রধানমন্ত্রীর দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক তদারকির কারণে বৈশ্বিক এ সংকটের সময় আমাদের দেশে এখনও তা সহনীয় পর্যায়ে আছে। আমাদেরকে মহামারি মোকাবেলায় সীমাবদ্ধতার বিষয়গুলো ভেবে সতর্ক এবং যতটা সম্ভব ঘরে থাকা উচিত।
মোহাম্মদ হাসান আলী, মোহাম্মদ আফছার মোহাম্মদ, মো. ইকবাল, ইয়াসিন হোসেন মানিক মনিরুজ্জামান সজল এর ব্যবস্থাপনায় নগরীর ৩ নাম্বার পাঁচলাইশ ওয়ার্ডে ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণকালে বিশিষ্ট সমাজ সেবক ও যুবলীগ নেতা ফরিদ মাহমুদ একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন আশরাফুল গনি চৌধুরী, ওয়েজদিয়া ভূলিয়া পাড়ার সর্দার মোহাম্মদ জমির আহম্মেদ, মো. নেজাম উদ্দীন, মোহাম্মদ ইয়াছিন ভুইয়্যা, সাইফুল ইসলাম মারুফ, মাহফুজ হোসাইন, মো. আকবর হোসেন, মো. রিজবী, জাহেদ খান শুভ, মো. জনি, রাইহান উদ্দীন ইশান, মো. জামসেদ শাহী, মো. রাশেদ।
খাদ্য সামগ্রী বিতরণের শুরুতে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথমে কয়েকজনের হাতে কাঁচা ও শুকনো বাজার তুলে দেওয়া হয়। পরে প্রতি পরিবারের জন্যে সাড়ে ৪ কেজি চাউল, ০২ কেজি চুড়া, চিনি ০১ কেজি, মসুরের ডাল ০১ কেজি, খেসারি ডাল ০১ কেজি, চনাবুট ০২ কেজি, সয়াবিন তেল ০২ লিটার সাথে একটি মুরগি কয়েক পদের সবজি প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।